নারী, পুনশ্চ ভাবো, জলে না ছলে?
তোমার ছলে পুড়ে খাক হয় কবি
তোমার ছলে তামাবিল হয় নদী
তোমার ভালোবাসায় দোলে দোদুল দুল এই পৃথিবী
তোমার দুঃখে কাঁদে দুঃখী সকল পাখি
তুমি সুখ তুমি শান্তি তুমি স্নেহ তুমি মায়া
তুমি নরক তুমি স্বর্গ প্রীতি প্রেম বটছায়া।


নারী, তুমি সাঁচ। তুমি গড়ো তুমি গড়াও
তুমি ধ্বংস তুমি বিনাশ বুকভরা অভিমান
নারী! তুমি ব্যাকুল তৃষ্ণার ঢেউ
কে কারে পাষান ভাবে পাষাণী কী আর কেউ!


তুমিই ফুল মধুর আকুলি ভরা বসন্ত রুদ্র বৈশাখ
তুমি বর্ষার বর্ষণ, বাদলের ধারাপাত
হে নারী!  তুমি শরতের মেঘমালা হেমন্ত কুয়াশা
হিম রাত্রি জড়ানো তৃষ্ণার্ত ভালোবাসা।


নারী, তুমি তপ্ত শ্রমের রোদ, আগুন ফেরা চোখ
দুর্ভাগা দেশ, করুণার আঁধার আমার জন্মদাত্রী
কষ্ট ভরা বুক তবু হাসিমাখা চাঁদমুখ
নারী, তুমি দুরন্ত আশা, চিরকাল সুখ-দুঃখের রাত্রি।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,