যদি তুমি ডাকো, যাবো
কিভাবে ফেরাবো তোমাকে !


এই রুক্ষ পৃথিবীর বুকে
এঁকে যাচ্ছি আমার বেভুল ভালোবাসা
রেখে যাচ্ছি করুন কান্তি
একগুচ্ছ পাণ্ডুলিপি বুকের রক্তে লেখা
ধু ধু প্রান্তরে ছড়ানো কথার মালা।


জানি না মৃত্যুহীন হবো কিনা
থাকবো কিনা দু 'দণ্ড মনে
সময়ের দোর্দণ্ড  প্রতাপে।


নিঃস্বতায় এসে
গমনের পথ ভারী পঙ্কিল পাপে
জীবনের বোঝা টেনে
ক্ষরণ করে গেছি অগণন
সত্য নিষ্ঠার চৌকাঠ।


নিয়তির ঘুমে সামনে আঁধার
যদি ডাক দাও, যাবো
কীভাবে ফেরাবো তোমাকে ?
******************
রচনাকাল ২৫/১০/২০০০
সোনাডাঙ্গা, খুলনা