মৃত্যু উপত্যকায় ঝুলে আছি
পেছনে পিছল বরফ সামনে গহীন গিরি
পাথরও স্তুতি চায় আজকাল
শুধু মানুষ একা নয়-
কোন দিকে যাবো আমি?
পারি না স্বভাব শুলভ, তবু রগড়াই চোখ
যদি কাটে পেছনের স্মৃতিবহ শোক।


পৃথিবীর সর্বত্র চাপাচাপি
থাকি চাপিয়ে দেয়া যুদ্ধের ভেতর
অযাচিত এতো চাপের ভেতর মন পারে না
টিকে থাকতে মনের কাছে।


ভাবিনি কখনো, ভাবতেও চাইনি
পৃথিবীটা কাত হয়ে যাবে পশ্চাতে
অযাচিত স্বপ্নের সাথে।
নিজেকে তাই ফেরাতে চাই
নিজেরই স্বপ্ন আর ভাবনার কাছে।