এখনো নিমগ্ন থাকি স্নিগ্ধ সন্ধ্যায় মধুমতী মনে
যেখানে নদী মানে ভালোবাসা, ফুল পাখি আকাশের রঙ মানে প্রেম
যেই খানে প্রজাপতি  পাখা মেলে জাগায় স্বপন
বৃক্ষের ছায়ে নাচে রৌদ্রের সোনা।


এখনো তো ফাগুনের দেহ মেলি বকুলের ঘ্রাণে
যেখানে মায়াবী আলোর টানে ছোটে ভিমরুল
হিজলের ভাসা ফুলে জাগায় স্বদেশ
যেখানে ঘরের চালে বাসা বাঁধে দিশেহারা পাখি
যেখানে বাঁশের ফাঁকে চেয়ে থাকা মুখ মানে সেই
যার কাছে সঁপেছিলাম আধেক জীবন।


বাকী আধেকে আছি হৃদয়ের ঘ্রাণে
তবে ফুল ফোটা ভোর নয় গোটানো জীবন
ঠিক ঠিক শামুক যেমন ঝিনুক যেমন।
******************************
টুঙ্গিপাড়া,