লাজুক চোখে পাড়া গাঁ ঘুমিয়ে
তবু চিন্তার ভাঁজ কপাল জুড়ে, মেঘ নেই, বৃষ্টি নেই
গুটি গুটি পায় দুঃখেরা এগিয়ে
যদি না ওড়ে মেঘ, না নামে বৃষ্টি অগণন
তৃষ্ণার্ত পৃথিবীতে ফলবে না সোনালি ফসল
কোটি প্রাণের প্রত্যহ নিভবে আয়ুষ্কাল।


এ কি লাবণ্যতা হারানো বিকেল!
সিঁথির সিঁদুর মুছে যাওয়া কষ্ট বুকের
এ কি শৈশব, কৈশোর হারানো সময়!
দুরন্ত ঘূর্ণি বলয়ে হাঁটা
চিরচেনা পথ, খুব যে অচেনা!
যাদুকাটা রোদ পেরিয়ে চমকিত চিত্রের চৌচালে
যুগে হাঁটা মানুষ, ভুলেছে অতীত, ঐতিহ্য, পরিচয়
কেবল বৈরী বাতাসে ভাসে জীবন মৃত্যু খেলা~
রাত তাই ঝলমলে রোদের কুসুম


আশাবাদী মানুষ তবু সব ভুলে
থাকে অপেক্ষায় নিয়মের সকালটার প্রত্যাশায়।