মনের ভেতরে কবিতা আসেনি আজ
কেবল চললো স্মৃতির মাতামাতি অম্ল মধুর
আহা! চৈতন্য ফিরে যায় বারবার
কাঁঠালের গন্ধের মতো নাকে এসে লাগে
প্রিয়তমার আঁচলের সুখ আর জননীর সদ্য প্রসবের তুলো গুঁজে থাকা সুখ, ওম যেন শত জনমের।


ফেরারি হই জীবনের প্রথম ফাগুন
নেভাতে পারিনা সহজে দহন, রাত জাগা পাখির কান্নায় দ্রবীভূত হয়েও হই না বলে
কবিতাও পাশ কেটে যায় বহুদূর সন্তাপে, অভিমানে।


মানুষ এমনই হয়।
আগুন ফুরালেও জেগে থাকে স্বপ্নে ফেরা কৈশোর, তারুণ্য, যৌবনের হুটোপুটি
ছুঁয়ে যেতে অনাগ্রহী মন মানে না বার্ধক্য, মানে না পরাজয়।


অথচ জীবন নৌকা ক্রমশ অগ্রসরমান
আলোর নীচে কোন এক দেশে
মানতেই হয় একান্ত অনিচ্ছায়, পৌঁছতেই হয়
মহাঅনন্তকালের যাত্রায়।


কোনো পথ আছে কী বাঁচার আমার কিংবা তোমার??
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
টুঙ্গিপাড়া,