প্রতিভা, বয়রা ক্রসরোড ছাড়িয়ে
সোনাডাঙ্গা থার্ডফেস আবাসিকে জন্মালো আমাদের ছোট মেয়ে শুভ।  মনে পড়ে সেই বৃষ্টির সকাল ?
ওখানে তুমি আর আমি ছাড়া
আরসব মানুষেরা ছিল কতটা ভদ্রলোক কতটা মাতাল।


নিকটেই, হ্যাঁ! নিকটেই,রোজ কত মানুষেরা জন্মাতো
কত মৃত্যুর আহাজারি শোনা যেতো
তুমি তার নাম দিয়েছিলে কান্নার হাসপাতাল।


বন্ধু রুবায়েত এসেছিল ভোররাতে বাবার অসুখ
ধারদেনা করে সেবার সুস্থ হলেও মা তার মৃত্যুর সুধা নিয়ে, দিয়ে গেল জনমের সুখ


আহ্! মানুষের দুঃখ এত চকচকে ? মনের বারুদে
মন ঝলসানো।
কবিও কলমে আঁকে সাজানো অতীত, কষ্টের বর্তমান, তীরহারা ভবিষ্যৎ নির্জন।


যদিও
আগে থেকে রোজ লিখি আঁকিবুকি পাথরের চোখ
দুঃখের দহন,স্বপ্ন শৈশব, হারানো কৈশোর, ভ্যূলোক দ্যুলোক
আহত হৃদয়ে তবু হই আশাবাদী
অন্তত আগামী সময়টুকু সুখময় হোক।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,