আহা! নির্ভরতা নিয়ে হেঁটে যাওয়া পথে -নিখোঁজ সে হাতের আঙুল, ছাপ দিয়ে গেলো বুকের ভেতর
তবু দাঁড়িয়ে নার্সিংহোমের গেটে
খাঁ খাঁ রোদ্দুর, এ্যাম্বুলেন্সগুলো পেছনটা খুলে অপেক্ষায়, মৃতের বাহন


বিশুদাস বসে থাকে দারুর বোতলে
চাকু চালানো তের বছরের কিশোরী শবদেহটি
নিজ কন্যা কিনা
যে কিনা নির্ভরতায় চিনতো একটি আঙুল
পরাঙুল ধরতে গিয়ে ফসকে গেলো যার জীবন বাগান


আহা! নির্ভরতা !!
ভয়হীন ঘরে জড়তার আঙুল নিয়ে কতকাল শুয়ে থাকে জীবনের সরু পথ ?
__________________________
টুঙ্গিপাড়া,