আমি তো আসিনি কোন নিষিদ্ধ নগরে
তবে কেন মনে হয়
এ  নিষিদ্ধ ভাগাড়ে আমিও মরে পচে আছি,
আমার অস্থিগুলো সাক্ষী দিচ্ছে
বুলেটবিদ্ধ রক্তাক্ত সড়ক


আমি তো আকাশের নীচে
নির্মল বায়ু ঘেরা সবুজ নগরী চেয়েছিলাম
এমন রোদন ভরা বসন্ত দিন নয়,
এমন বারুদ মাখানো রৌদ্র সময় নয়
মায়াভরা জ্যোৎস্নায় স্নাত হতে হতে
তাহার আরক্তিম মুখোবয়বে
দেখতে চেয়েছিলাম স্বপ্নের আলপনা


এ নগরী আজও পারেনি সম্ভ্রান্ত হতে
আজও পারেনি হৃদয়ের ভালোবাসা
উজাড় করে দিতে
চারদিক আজও লাশের বিভৎস গন্ধ ভেসে আসে


আমার বয়সের দিন স্বাধীনতা এলো ততোদিন
কেন মনে হয় এ নগরী হয়নি স্বাধীন
আজও শ্রমজীবী রক্ত ঝরায়
আজও যুগল প্রেমিক-প্রেমিকা চড়তে পারেনা হুডখোলা রিক্সায়
আমি তো আসিনি কোন নিষিদ্ধ নগরে
তবে কেন মনে হয়
এ নগরে আজও ধূর্ত শৃগালের নগ্ন পদধ্বনি
আজও চোখ রাঙায় নিষিদ্ধ সময়।
★★★★★★★★★★★★★★★★★★★★
রচনা ১৫/০২/১৯৯৬ সোনাডাঙ্গা খুলনা|
অগ্রন্থিত কবিতা।
★তখন বাংলাদেশের প্রেক্ষাপট আর এখন গাজা উপত্যকা। মনে হয় যেন একইরকম। ★