সারাদিন এলোমেলো পথ হাঁটি
কিনারা পাইনা কোনো
ভাবি, আজ আর ফিরলো না ভাগ্যের চাকা
কাল হয়তো জুটে যাবে স্বপ্নেরও অধিক
হোক না আজ শূন্যতা নিয়ে ফেরা
মন এখনো মায়াময়, স্বচ্ছ, ছায়াঘেরা।


সারাদিন রোদ আর রোদের চমকে ভরি মন
পাইনা মনের ভেতরে কোন ধন
ভাবি, হবে কোন আলোর বিচ্ছুরণ
কই হয়নি তো! হবেও না জানি
নকল শ্রমের অনুকূলে
আসেনি কখনো কোন ফুলের মালাখানি।


দ্বিধাহীন স্বপ্নকে পাড়ি দিয়ে
খুড়ে যেতে হবে যে ভূতল-আকাশ
নিশ্চয়ই জুটে যাবে আরাধ্য সুখ চাবি
ভালোবাসা আর বাঁচবার নিঃশ্বাস।