ফিরবো না আর পেছন পথে
দুঃখী চোখে নিয়তির ভালোবাসা চাই না আর
পরিযায়ী সুখ পাখি হয়ে না হয় থাকলাম কিছুটা দিন বন্দী খাঁচায়,  হই না কিছুটা নখর নিষ্পেষিত।


অবলীলায় রৌদ্র মেখে কতকাল কাটিয়ে দিলাম
কেউ আর সময় গোনেনি অপেক্ষার
কেউ কখনো ডেকে সুধোয়নি ফুল গুলি মলিন হয়েছে দুঃখ রাতে উপেক্ষার আগুনে তেতে আছি খুব
অথচ খামে ভরা চিঠি গুলি কপোতীর আঁখি ভেজা
অক্ষরে সাজানো হয়েছিল জানি
মধ্যাহ্নের আলোকরঞ্জনে বারোয়ারী ডাক পিওনের হাতগলে পৌঁছাতো গন্তব্যে সঠিক
চেনা সে হাতের অক্ষর আর অস্ফুট শব্দগুলি
হয়না লেনদেন আজ।  


ফিরবো না আর, ফেরা তো যায়না ফেলে যাওয়া দিনে
না বলা যন্ত্রণা অনুক্ত থেকে যায় যাক
হই না কিছুটা সময় অন্তর নিষ্পেষিত। এ আমার নিয়তির লেখা,আমার একার নয় তোমাদেরও।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,