চড়ুই পাখির মতন সাঁঝ বিকেলের সংগমে
শুকনো মলিন মুখে বসে থাকো কার অপেক্ষায়
এখনো কি বুকের ভেতর যুদ্ধ ফেরত যুবকের
মতন স্বপ্ন পুষতে ভালোবাসো ?


মনে রেখো, ভুল হতে হতে ভুলের মাশুলে এখনো ভালোবাসা জন্মায় ধানের চারার মতন
এখনো দেহঘরে রোজ ভালোবাসা জ্বলে পোড়ে
মৃত্যুর মতন।


তবু যদি
বৃষ্টি ঝরা হৃদয় বিকেলে কাঁপন লাগে ঝকমকি তারায়
যদি সে দোয়েলের বেশে এসে শিস দিয়ে যায়
ডানার পরশে নাড়িয়ে যায় দেহের চেতন
যদি সে ছড়িয়ে যায় জোছনা খবর আর বলে যায়
সতেজ মনের কাছে থাকো, রোপণ করে যেও স্বপ্ন সোনালীর
জানো কি! তাহলে কী হতে পারে ?
নদীও বইতে জানে রাগে আর অভিমানে......