নদী ঘাটে মাঝে মাঝে বসি
দু'একটি হট্টিটি পাখি উড়ে যায় এদিক সেদিক
আসে না পল্লীবালা জল নিতে ঘাটে
মাঝি আর যায় না বেয়ে গান গেয়ে সোনার তরী
নাই সেই জেলেদল, মেছো কারবারি
সব কিছু এলোমেলো, পরিযায়ী যুগ এসে মিথ্যে করে দিয়ে গেছে জীবনের মানে।


পৃথিবীতে শান্তি বলে কিছু নেই, অদ্ভুত যুদ্ধ যুদ্ধ গানে
মুমূর্ষু হয়েছি সব, দরজার ওপারে ডাকে ঘোর অমানিশা
থু থু দিয়ে আর কত জোড়াবো জীবন্মৃত্যুর খেলা
যুগে যুগে ঢেউ আসে কীভাবে ভাসাই বলো? ভরসার ভেলা!
ওই তো আকাশ নক্ষত্ররাজি দীপ্ত পথে সঞ্চরণ শেষে
থামে নাই, চলছে নিয়তিতে
নদী কেন শুকিয়ে মরে? বাদলের ধারাপাত রেখে গেলো হৃদয় বেদন............


বাতাস বিষাক্ত কেন ? নিঃশ্বাসে এতো বাঁধা? একই অঞ্চলে থাকি কেউ টানে কম আর কেউ খুব বেশী...
_________________________
টুঙ্গিপাড়া,