নদীর জলের নামে কেন রাখো নাম
দিবস রজনী ভুলে খোঁজো প্রিয়ধাম
রইবো না এ ভূবনে বন্ধু চিরকাল
জন্মিলে মরণ জেনো; ভেবো পরিনাম
লেখা হবে জীবনের যত মন্দ ভালো
রবের বিচারে যদি রেহাই না হলো
না হবে উপায় কোনো না হবে আসান
মেঘের মতই ভাসা পারের সামান।


কে হে সোনার মানুষ? তাকাও সবারে
নত করে সবসুখ দাও হে অপরে
রাতের জোনাকি জ্বেলে তাড়াও যে কালো
খোলো আঁখি, তোলো হাত ভিজাও তাহারে
না দেখা সে সৃষ্টিকর্তা যদি করে পার
মানব জনম হবে  সার্থক সুন্দর।
======================
★প্রায় চারদশক পরে আবার প্রচেষ্টা।
একটু লক্ষ করুণঃ ওপরের চতুর্দশপদী লেখাটির প্রথম চরণটি প্রত্যেক চরণের প্রথম অক্ষর দেখলেই দেখা যাবে।★