এখনো ধারনা আমার
পৃথিবীর সমস্ত ফুলের চেয়ে উদার তুমি
সমস্ত ভালোবাসা হতে আরেকরকম
আমি তাই দাঁড়িয়ে থাকি গণগ্রন্থাগারের সদর দরজায়
আমি ভুলে যাই সমস্ত বায়না আমার
আমি হারিয়ে যাই একুশ বসন্ত জীবনের কাছে।


জানো? তুমি এলেই
অজস্র বুকসেল্পে পড়ে থাকা প্রেমের গল্প আর কবিতাগুলো হয়ে পড়ে বেমানান
যেন মায়াবী ছোঁয়ায় স্বর্গের দ্যুতি এসে থামে
বাড়ির আঙ্গিনায়
আমি স্বপ্নের মতো কুড়িয়ে নেই ফুলের থেকেও পবিত্রতা, নদীর জলের থেকেও স্বচ্ছতা।


আজও সর্বাঙ্গীণ ভাবনা আমার
উদ্বাস্তু হৃদয়কে বাঁচানোর ভরসা একমাত্র তুমি
এ জীবন শুধু নয় পারাপার হতে পারি
নক্ষত্রের সীমাহীন আয়ুষ্কাল


তাহলে কী বলতে পারো? পৃথিবীর সমস্ত ভালোবাসার প্রদক্ষিণ বুঝি তোমাকে ঘিরে?
না হলে চাঁদ আর সূর্যের এতো টান?
বিমুখ প্রান্তরে এতো সবুজ অরণ্যানী,পাখিদের কলরব?