ধানের সাথে ভাসে ধানী জমি, কৃষকের মন
পাড়া গাঁয় খবর রটতে সময় লাগেনা আর
কেরা কাগা গলায় দিয়েছে ফাঁস
রেখে গেলো ছেলেমেয়ে বউ পালের গরু-ছাগল গোটা কয় পাতিহাঁস
এইতো সম্বল ছিল তার কাঁধে লাঙ্গল জোয়াল
সেকেলের চাষবাষ।


কেরামত কালে কেরা কাগা, সইতে পারেনা ঝড়
সইতে পারেনা ভরা ফসলের হানি
দেশে দশে এভাবেই হয় জানাজানি, মরেও বাঁচলো কৃষক, জীবন মৃত্যুই তার হয় খেলাঘর।


কিছু ধার দেনা খেয়ে না খেয়ে জীবনের চলা
এই তো আনন্দ কৃষকের, এইতো চেয়ে আনা সুখ
ঘামের অন্তরালে বাড়ে সন্তান ক্ষুধার্ত উন্মুখ
কোনো হাটে বেচাকেনা কোনো হাট খালি
আকাশের তারাগোনা রাত,ঘরের দাওয়ায় বসে দেখা ক্ষয়িষ্ণু চাঁদ একফালি
                             অভাব জানিয়ে যায় পথ
তবুও কৃষকের মনে আসে নতুন শপথ।