বস্তা ভর্তি জমিয়ে রাখা কষ্ট খুঁজতে গিয়ে খুঁজে পেলাম বহু যত্নের বাল্যকাল
ন্যাপথলিনের গন্ধমাখা পুরোনো সকাল
যুদ্ধের ডামাডোলে হারিয়ে যাওয়া আমার জন্মদাতা।


ধামাচাপা পড়া কান্নার জলের রেখা ধরে হাঁটতে হাঁটতে মা আমার কাটালো তার উম্মুল যৌবনের রাত।
স্নাত হয়ে আমি কী করবো আর!  ফিরাতে পারিনা রৌদ্রের দিন, তুমুল কোলাহল।


তবু সুখ খু্ঁজতে মা আমার ঘামের মতো মুছে দেয় অভাব, পেছনে ফিরে..........
********************************
টুঙ্গিপাড়া,