এতোকালও
আমি তাহার মন পেলাম না
পেলাম না সেই কণ্ঠ সুধা
উতল করা পাগল হাসি
ফুল ফাগুনের মাতাল হাওয়া।


জীবন ব্যাপী দিলাম তারে বসতবাড়ি
ছেলেপুলে সাতসতের
পণের গাড়ি।
গহনাগাঁটি কম দেইনি, মাটির পুতুল
পাখ-পাখালি বকুল মালা।
দিলাম তারে বৈঠকি প্রেম ঝলমলানো
তারপরেও পেলাম না মন
তারপরেও অসুখী হাট রোদন ভরা
বিষের কালো।
তারপরও সে হাঁটছে একা অনেক হাটে।


বহু কালের সঙ্গী হলেও সঙ্গোপনে
সুধিয়েছি তাহার প্রেমের আসল পুরুষ
কখখনো তার পাল্টা জবাব আসেনিতো
কেবল বলে কাউকে ভালো বাসিনিতো
কেউ ছিল না অমন করে এই জীবনে।


তারপরেও
কীসের কথা দারুণ ব্যথা তার বুকেতে!
কোন আকাশে বুক পেতে সে চৈত্র দ্যাখে
কোন তারকার ঝিকিমিকি মন কাড়ে তার
কেমন করে জানবো আসল ?


তখন যেমন খা খা বুকে খেলতো খেলা
কিশোর বেলা
সেই বয়সে মন গেছিল অনেক আগে
স্কুলের ওই ভুগোল ম্যাডাম
দাগ ফেলালো বুকের ভেতর
কতবার তো হেডমাস্টারে করলো বিচার
কতবার তো হয়েছিলাম প্রেমেরকুমার
দিন ফুরালে ভাবনাগুলো ফিরলো ঘরে
আজো যেমন মাঝে মধ্যে ভুগছি জ্বরে।


আমার ঘরে আজকে কী সেই বদলা বেলা ??
হায় অবেলা!
***************************
টুঙ্গিপাড়া,