কবিতার খাতা হাতে বসে আছি বারান্দায়
মধুমতি নদীর দিকে চেয়ে
হঠাৎ খুঁজে পাওয়া অচীন পাখি
হাত নেড়ে নেড়ে চলে যায় শেষ রাতের ট্রেনে।


সময়ের খাতা হতে
নীরবে  চলে যায় অনেক সময়
পঞ্জিকার পাতা শেষ হয়ে আসে।


সূর্য অস্ত যায়
বন্দরে বন্দরে ফেলে জাহাজের নোঙ্গর
সংগ্রামী দিনের গান
ঢেকে দেয় লাখো শহীদের শোক।


তারপর
দূরাগত ট্রেনের কামরা হতে
ভেসে আসে সতেজ ভাষণ
আমি এসেছি
এসেছি ------ আর নেই ভয়।
************************