বলেছিলাম, আমাকে একটি চারাগাছ এনে দাও
আমি সতেজ সবুজ হবো, নিংড়ে খাবো অক্সিজেন
বয়ে যাবে আমাদের বংশ পরম্পরা
তুমি গোটা বাগান তুলে আনলে
ফ্যাক্টরি গড়ে দিলে অক্সিজেনের, ছড়িয়ে গেলো গাছ হতে মানুষে, সকল জন্তু জানোয়ারে।

এও বললাম আমাকে একটি গোলাপ এনে দাও
তুমি গোলাপের জন্য বসরা বাগদাদ তেহরানও গেলে
সুসজ্জিত মোড়কে করে পৃথিবীর সেরা গোলাপের ডালি এনে দিলে
সুঘ্রাণে ভরে উঠলো সারা ঘরবাড়ি।

বললাম, যদি আমাকে ভালোবেসে থাকো
তোমার সকল সম্পদ আমাকে লিখে দাও
তুমি তাই দিলে, রাস্তায় দাঁড়িয়ে নিজের বাঁচবার জন্য
শ্রম দিলে, ঘাম ঝরালে, শীত গ্রীষ্ম উপেক্ষা করে
উঠে দাঁড়ানোর চেষ্টায় রত হলে

আমার মৃত্যুর আগে আমি বললাম
আমাকে সারিয়ে তোলো, তোমার আয়ু দিয়ে আমাকে বাঁচিয়ে তোলো, আমি তো বাঁচতে চাই, তোমার ভালোবাসায় সতেজ হতে চাই
তুমি তাবৎ পৃথিবীর কবিরাজ, হাকিম, ডাক্তার, ওষুধ পথ্য এনে দিলে।
মহান আল্লাহর হুকুম এলো, পারলে না আয়ু দিয়ে
ওষুধ পথ্য কবিরাজ দিয়ে রাখতে আমাকে।

আমাকে ভুলে গিয়ে আজ তুমি অচিন মানুষ
পৃথিবীর মানুষেরা এমনই হয় বুঝি?
_________________________

★৫৬ টি কবিতা দিয়ে তৈরী করেছি একটি বিশেষ পাণ্ডুলিপি। বইয়ের নাম শিরোনামেও কবিতা রয়েছে। গতকাল তার থেকে পোস্ট করেছি "অন্য মানুষ" আরও আজ "অচিন মানুষ"। বইটি কেউ ছাপতে আগ্রহী হলে বলতে পারেন। ★