সেবার ঘর ছাড়া হলাম বলেই কী
তোমাকে নদীর মতো বয়ে যেতে দেখলাম?
দেখলাম ভালোবাসার নিবিড় আবেষ্টনে তুৃমি জড়িয়ে গেছো নির্নিমেষ
আমি হাঁটলাম ছায়াপথ চিনে অন্ধকার রাত,
ঘন জঙ্গল, তৃষার্ত পৃথিবী
দুর্যোগের পথে যতোই এলো তুমুল বৃষ্টির করতালি
মনে হলো দূর থেকে দূরতম চোখে, তুমি স্বপ্ন বিলাচ্ছো অন্যরকম।

আকাশে ছুটন্ত তারার গতি, মাপবে সাধ্য কার?
আলোর থেকে মন তো এগিয়ে সবসময়
মন বিলিয়েও তুমি অন্যরকম,
মেঠোপথ ধরে হেঁটে যাওয়া মেঘ রোদের ছায়ার মতো একবার ফিরেও তাকালে না
দেখলে না জনম জনম পুষে রাখা দুঃখের বারুদে পুড়ে যাচ্ছে অন্য মন, মনের চাকা
ছুঁয়েও থাকলে না বোধের নিষ্পেষণে নিষ্পেষিত হৃদয়


আজও শীতার্ত রাতে পুড়ে যাওয়া ভীষণ জ্বরে, কারো জন্যে কারো আন্তরিক টান
কারো জন্যে কেউ অপেক্ষমান, ভাবলেই শিহরণ জাগে
জাগে না কেবল, তোমার মতো অয়োময় অন্তরে।
__________________________
★নতুন বছরের প্রথম দিন একটি বিরহতাড়িত কবিতা আসরের সকল অংশগ্রহনকারী বন্ধুদের নিবেদন করছি।★