এখনো মন খারাপের বারান্দায়
কেউ হয়তো বসে থাকে কারো অপেক্ষায়
ধীরলয়ে তার শুনতে মনে চায় বিষাদের গান
জুড়ায় যদি একটিবার বুভূক্ষু মনপ্রাণ
জীবনের জোয়ার ভাটায়
কতো স্বপ্ন আসে আর যায়
ফেলে আসা সময়ের কাছে চোখ যে চেয়ে রয়
হয়তো কেউ বসে থাকে কারো অপেক্ষায়।


এখনো তৃষ্ণার্ত রোদ্দুর পাহারায়
কেউ হয়তো বসে থাকে জলের আশায়
জলের পৃথিবী তার ভেজাতে পারেনা মন
পথ জুড়ে পড়ে আছে এক অস্থির পর্যটন
তবু মন কোন দূরে
ভাবনার অন্তঃপুরে
কেবল আলো আর আশার পথ দেখায়
কেউ হয়তো বসে থাকে অন্যের অপেক্ষায়।
________________________________________
টুঙ্গিপাড়া,