জুম্মাবাদ মায়ের কবরে গেলে চেয়ে রইলো নয়নতারা
ওরা এখন মা আর বাবার খুশবুদার
মেহগনি তলে আধো আলোয় আধো অন্ধকারে
বৃষ্টির ফোঁটায় নানারঙে ফুটেছে নয়নতারা
মা আমার দেখলো কিনা, জল চুয়ে কপোল বেয়ে
ভিজে গেলো অজস্র ফুল।


ঝিরিঝিরি বাতাস যেন ইশারায় বলে গেলো
বানের জলের মতো বয়ে যাওয়া ভুল পথে শোকগুলো যদি বয়ে যেতো, বিপরীতে হাসিগুলি মাখা হতো রোজকার অবয়বে
নিশ্চয়ই তাহলে মায়ের কবরে ফোটা নয়নতারা স্বর্গেও ফুটতো অগণন,  আহা!


ফুলগুলি বেমানান রয়ে যাবে?
অগুনতি দুঃখের বীজের ভেতর হাসিমাখা নয়নতারা
মায়ের কবরে হাসি হোক
মুছে যাক ঘুচে যাক মা হারানো দুর্দান্ত শোক।