ডুবছে ভবিষ্যৎ
সাঁতরে বেড়াচ্ছে বেসামাল অর্জন
অথচ দুর্ভিক্ষের মতো রোদ এসে
উঠোনে হামাগুড়ি দেয়
সবুজ বৃক্ষ তৃণলতা অদ্ভুত সব পাখি
বিস্তীর্ণ দুঃখের প্রান্তর
আগন্তুক কাঠ কয়লায় পুড়ে অঙ্গার


সুতোনড়ি বিলে তাই আগুনের উত্তাপ
শস্য পুড়ে মিশে যায় চৌচির জমিনের বুক
মেঘ নেই, সঘন ঘন কুয়াশার অন্ধকার
আর অভাব বৃষ্টির ঝমঝম শব্দে কেঁপে ওঠে মন ।


এই দেশ এই সবুজ বৃক্ষলতা স্বাধীনতা
সবই আজ মুখোশপরা স্বৈরাচার
স্বার্থকে মুঠোয় পুরে
অদ্ভুত মায়াজাল পরিয়েছে চোখের ওপর


ছাড়তে তবু জাগেনা ইচ্ছে মনের
আলোহীন অন্ধকারে খাবি খেতে খেতে
হয়তো একদিন স্বদেশের স্বচ্ছলতা দেবে ধরা
উঠবে রাঙিয়ে বিরান শস্যভূমি।