এহন আমি ভালো হইছি, ক'দিন আগেও পাগল ছেলাম
ভালো হইয়া দেখলাম বেলাডা দক্ষিনি
আইচ্ছা! পূবি বেলাডা উঠিয়া দক্ষিনি গেলো ক্যান,
শীতির রাইতে তাপ য়ালা বেলাডার যে কী দরকার!
পাগলের কয়দিন বেলাডাই আমার সবচে' প্রিয় ছেলো।


গান গাতি হলি পাগল হতি হয়না,
তবু পাগল হইয়া গান গালাম, "সুন্দর বটে তব অঙ্গদ খানি, তারায় তারায় খচিত "
বাড়ির কাছে একটা তারাও নামেনি। সব আকাশে।
তবু নিজেকে মনে হোলো আমি একটা পাগল
তারার পাশে ঝুলছি দোদুল দুল
অথচ আকাশটা একবারও ছুঁয়ে দেখতি পারিনি, নামলো না হাতের নাগালে।


এহন আমি ভালো হইছি, ক'দিন আগেও পাগল ছেলাম
তয় কেউ ভালো কয় না,পাগল আবার ভালো হয় নাকি! কত কেসেমের পাগল!
নাসির স্যারে সেই কবে স্কুলের ক্লাসে বইয়া কইছেলো
"লেহাফড়া কইরা যে পাগল অয়, সে ই আসল পাগল।"


আজতক এই অর্ধ শতাব্দীকাল আসল পাগল হবার দৌড়ে আমি হার মানলাম।
অহন কিচ্ছু ফড়ি না, লেহি না।
কেবল চাইয়া চাইয়া দেহি, উপরে অনন্ত আকাশ।


এহন আমি ভালো হইছি, ক'দিন আগেও পাগল ছেলাম।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া