লাল সূর্যটা মাঠে হারালে চোখের সীমান্তে নেভে আলো,
তখনো উঁচু তালগাছে বাবুই পাখিরা ব্যস্ত বিবাদে
আর সব পাখি মানুষেরা ঘরে ফিরে গেলেও
ব্যস্ত সাইকেলে ছুটে যায় যে যুবক
সে যুবকের বাড়ি পাখি ফেরা গাঁয়
নিত্য চোখ যার নিয়তির দুনিয়ায় রুজির ঠিকানায়


যুবক সে কি আসলে যুবক ? সময়ের আগের খায়েশ
ঘাড়ে তার উঠেছে বয়েস, সংসারের বোঝা
ঘরে পড়া অসহায় পিতা অভাগিনী মা-বোন
আরো আরো কতেক স্বজন
প্রত্যেকের দেখভালসহ কাজ তার আহার খোঁজা


কি সন্ধ্যা কি রাত্রি আর প্রাত
নবীন নাবিক ধরেছে হাল সতত সর্বোত


শাশ্বতকাল এমনই চলে এই জগত সংসারে
যুবক বার্ধক্যে যায়, সেও হয় পিতা
জানে সে সংসার কেবল সুখের নয়, দুঃখ যন্ত্রণা আর টকঝাল তিতা
কী করে ভুলবে হে ভবিতব্যের যুবক! পিতা নামের মানুষটারে?