পরিযায়ী পাখি হয়ে ডানা মেলতে ইচ্ছে করে খুব
তাহলে আর রাজার সাতকাহন শুনতে হোত না।
পাসপোর্ট  ভিসা লাগত না কিছুই
দরকার হোত বিচরণ ভূমি আর উদার আকাশ


হা ঈশ্বর! আমাকে তুমি পাখি করে দাও না !
ভোরের ফাগুনে উড়ি সীমাহীন
দুরন্ত মনে,গানের পশরা সাজিয়ে বসি খানিকটা সময়
ঠোঁটের ভেতরে লাগিয়ে ঠোঁট
চোষণ মারী মাতানো ভালোবাসার।


হা ঈশ্বর !  দাওনা দু'টি ডানা অসম্ভব বড়
মেলে ধরি ছায়ার আকাশ
ব্রতচারী কুলহীন কূলে খুঁজে পাক
নিশানা তাহার
প্রেমহীন মনে আসুক প্রেমের বাহার।


হা ঈশ্বর! তাহলে তুমি আমাকে আকাশ করে দাও
কান্না  হয়ে ঝরি অনন্তকাল
আকাশ কি কেবলই কাঁদে!
বুকে যার সীমাহীন  ভার
মাঝে মাঝে তারপরও সময় হয় কান্নার
আমি বরং কাঁদতেই চাই
সুখের ডানা মেলতে চাই না আর।
****************************
টুঙ্গিপাড়া,০৩/০৫/২০