খুব আস্তে পা ফেলো, আল্লাদি বিড়ালটা ঘুমিয়ে
পাড়াগাঁ আঁচল পেতে আছে নিঃশব্দ ছুঁয়ে ছুঁয়ে
দেখোনা, সময় কেমন করে,
কুয়াশা খায় ধরে ধরে!
ইতর চোখের যাওয়া আসা
আর আমাদের বন্ধকী ভালোবাসা!
কিইবা করার আছে বলো !
চলো, এভাবেই হররোজ চলো।


তোমাদের নিকোনো উঠোনে বারোমাস
ঠাসাঠাসি ছিল সুখ আর স্বপ্নের বসবাস
আমাদের হাতে হাতে মুঠেফোন
কিনেই নিয়েছি যেন স্বর্গের সকল আস্বাদন।


সন্ধ্যার ঝিমানো নিঃস্ব অন্ধকার
বাঁদুরের দাপাদপি মোচার উপর
সুদর্শন, লক্ষীপেঁচা,শালিকের ঝাক
একবুক আশাভরা হেমন্তের ডাক
ডাহুকের চলে যাওয়া, হিজলের ফুল
মাঘের সন্যাসী নাই সব প্রতিকুল।


নতুন ফুলেরা আজ ফোঁটে আগুনের তাপে
স্ব শ্রমে,ইন্টারনেটে কিংবা যন্ত্রের চাপে
যান্ত্রিক জীবনের আর নাই নিস্তার
কেবল আল্লাদী বিড়ালের বাড়ে শুধু ঘুমের বিস্তার।


কুয়াশা খাওয়া সময়ের কাছে কাছে
জেনে রেখো, মনে হয় আরো আমাদের
প্রত্যাশা বাকী আছে ।