তুমি হাসলে ফাগুন লাগেনা, লাগেনা বসন্ত
তুমি বাড়ালে হাত নেচে ওঠে চৈতালী রাত তাথৈ থৈ লাগেনা কোকিলের গান
মায়াবী কাজল
তৃষ্ণার নদী পার।


তুমি হাঁটলে নামে সাগরের ঢেউ, উড়ে গাঙচিল পতপত
তুমি তাকালে ফোটাফুল, চাঁদের হাসি, ময়ূর পেখম মেলে
তুমি করুণায় নয় উচাটনে খুলে বাতায়ন
পার কর তমসা আঁধার।


সেই তোমাকেই বলিঃ


তুমি যদি পাঠ কর অমৃতের বানী
হাত তোলো অসীমের মুখে
আমার স্বর্গ নামে নিকট আলো
পাতারা খুশীতে নাচে তুখোড় খেয়াল
কানে বাজে অবিরাম নিশিতের ঘুম চোখে
ঘ্রাণের বাহার ছোটে হাসনাহেনার।
*****************************
টুঙ্গিপাড়া,