পাড়ার উঠোনে এখনো সাজানো সালিসি চলে
মুরব্বিদের অনুপস্থিতির আসনগুলো
                                 পক্ষ বিপক্ষ হয়ে পড়ে
বিবাদ মিটানো বড় পূণ্যের কাজ জেনেও
                       একদল লোভের হাত কচলায়।
আমাদের পিতৃপুরুষেরা এসব বুঝতো না বলেই,
গাঁও-গ্রাম বিবাদমুক্ত থাকতো।

সুদখোর ঘুষখোর মুরব্বি এখন পাড়ায় পাড়ায়
ছেলে ছোকরারা আসক্ত মোবাইল,
                                   গাঁজা আর  ইয়াবায়
মাঝে মধ্যে অন্য কোন নেশায়____

যারা আগে এমন সব দলে ছিলো আজও তারা
আমাদের গল্পে

যারা চুরি ডাকাতি ছিনতাইয়ে পাকিয়েছিল হাত,
তাদের উত্তরসুরী পেশা বদলে এখন রাজনীতি করে
চাঁদাবাজি, ঠকবাজি করে

তারাও জানতো না এদেশের রাজনীতিবিদরা
          পৃথিবীর সবচেয়ে বড় চোর অথবা ডাকাত।