পারবো কি আবার ফিরে যেতে লণ্ঠনের দিন ?
খড়ি জ্বেলে হাট হতে বাড়ি ফেরা
কাদাজলে বাজারের তরিতরকারি তেল নুন মাছ মিশানো বিকেল!


আহা! সে খালুইয়ে তেল ছিলো নুন ছিল পান চিনি আরো তো অনেক
হাঁটুর ধাক্কা খেয়ে কলাপাতা মোড়া নুনে মিশে হলো
নদীর জলের মতো
জল জোছনায় গড়ানো সেদিন আজও অমলিন


পারবো কি ফিরে যেতে আবার সে কৈশোরের হাট
একখানা দুইচালা ঘর কিছুটা বিছানো খড়
তাকালে ওপরে যার, যায় দিগন্ত দেখা
আহা! স্রোতের জীবনে আছে কত কী যে লেখা


থলে তার একহাতে অন্যতে আমি আর ভাই
হাটুরে বাবার মতো ত্রিভূবনে আর কেউ নাই
স্বপ্ন বিকেল আর হারিয়েছি কালের পুতুল
পারবো কি ফিরে যেতে? রোদ আর বৃষ্টির মতন
আসুক আবার ফিরে শৈশব আর কৈশোর জীবন।