এই ছক বাঁধা জীবন আমি চাইনি
চাইনি কখনো কেউ আমার জীবনী লিখুক
কলমের খোঁচায় আমাকে বানাক কবি
শব্দ বাক্য জুড়ে বিরাট ক্যানভাসে আঁকুক আমার ছবি


আমি ঐতিহ্যের বাউণ্ডুলে
মেঘহীন আকাশ রোদের চমকে দিশাহীন
নিরেট নিষ্কর্মা কথিত অপরাধীর নির্লজ্জ সম্রাট


হা পিত্তেষী মেয়ে, তুমি শোনোঃ হয় তুমি আগুন হয়ে জ্বালিয়ে দাও বুকের জমিন
নয় তুমি আঁধার রাতের বাতির মতো কবিতা হও
আমি কেবল পড়তেই থাকি, পড়তেই থাকি।
------------------------------------------
০৮/০১/২০২২