বিকেলের ঝিমানো উৎসবে
চোখে ভাসে  কৈশোরের ছবি, একটি ব্যর্থ বিষাদী প্রেম
কী জানি কোন স্বপ্নের জালে আটকে থাকা মুহূর্ত সেই।


এখনো বুঝতে পারিনা আমাদের সেই বেভুল ভুলে থেমেছিল কিনা দিন রাত, শাখে শাখে ফোটা ফুল ভুলেছিল কিনা ছড়াতে সুবাস
থমকেছিল কিনা ঝলমলে অগ্রহায়ণ আকাশ।


এখনো অবাক চাহনির পাশে হাঁটি রোজ
চিবুক ছোঁয়া জল জোছনায়
মাটির কলসে ঢালি টুকরা টুকরা  সুখ
নদীর মতো, নদী তাই বার বার পেছন ফিরতে চেয়েও ফিরতে পারেনা আর।
***************************************
টুঙ্গিপাড়া,