তিন ভাঁজ হয়ে আছি
দেবো না তবুও কোন অযুহাত
জীবন থেকে ফেলে দেবো ব্যর্থতার ইতিহাস
প্রয়োজনে মুছে দেবো প্রেম ছিলো নানাবিধ একদিন
জীবনের চৌকাঠে ঝুলতে গিয়ে ফসকেছি পা।

কোন দায় দেবো না ভাগ্যের
দেবো আধা স্বপ্ন বোঝাই কাঁটাতার
যারা ভাবে প্রতিদিন পুষছি শত্রু এতোদিন
তারা নিয়ে বাঁধুক চারপাশ, পথ হোক সরু থেকে সরু
কুয়াশার ফুলবনে না হয় কাটাবো সময়।


সারমেয় হাওয়া বোঝে, বৃষ্টি রাত্রি চিনে লুকোতে জানে
মানুষ চিনলো না বলে, জলে ভেজে রোদে পোড়ে
চিরকাল ভিজছি আমিও অনল জলে না পাওয়ার ক্লেদে, কাকে আর পোড়াবো মর্মমূলে ?
__________________________