ইচ্ছে করেই ওইপারে যেতে চাই আমি
ইচ্ছে করে নদীর জলে নাইতে
ইচ্ছে করেই  জানালায় চোখ রাখতে চাই আমি
ইচ্ছে করে "সুবীর নন্দীর গান গাইতে।


"কত যে তোমাকে বেসেছি ভালো"
কত পুরাতন কথা
কত স্বপনের চকিত চাহনি
কত যে চঞ্চলতা।


ইচ্ছে করে চিংগড়ী হাটে আলোমতি প্রেমকুমার
যাত্রাপালার আলোমতি সাজি
প্রেম খেলা, খেলি অবেলার।
ঢোলের বাদ্য,বাঁশের বাঁশরি, মন্দিরাসহ
আর নাই কিছু বাকী
কত রোশনাই সুরের ধারায়
"আমি আলো একা বাড়ী থাকি......"


ইচ্ছে করে হারাই দু'জনে, পাখির কুজনে
ওই দূর আকাশের পর
জনম জনম ধরে পরম যতন করে
গড়ি স্বপ্নের ভালোবাসিবার ঘর।


ইচ্ছে করেই জনারণ্যে হারাতে চাইনা আর
যদি সম্ভব হয়
এক ধরণীর ভালোবাসা দেবো
ইচ্ছের কাছে পরজিত হবো
হোক এতটুকু পরিচয়।
♦ লেখাটা বেশ আগের রচনা♦