বাঁচবার তুমুল তৃষ্ণায় মানুষ কখনো কখনো
ভুলে যায় আপন পর
রেখে যায় আপনার কর্মের ছাপ
হিংসা,আত্মঅহমিকাসহ শরীরের দুর্দান্ত উত্তাপ।


সব্বাই জানে, নিভে যাবে সময়ের প্রদীপ সময় হলেই
তবুও মানুষ বাড়ায় হাত দুরন্ত লোভের
তবুও মানুষ তৃষ্ণার্ত থাকে অর্থ বিত্ত বৈভবের।


হায়রে জীবন ! কাল আর মহাকাল!
ভুলবার সব আয়োজন রেখে যাবো ঠিক
আমি আর আমরা এই পৃথিবীর সামান্য পথিক।