হিংসের প্রেমে মগ্ন যুগল তুমুল আন্দোলন
শয্যায় থাকে পূর্বরাতের স্মৃতি
টিনের চালে নেমে আসে বিনোদন
ঝোলে বারন্দায় আধো ভিজে শাড়ী,নিমগ্ন ট্রাউজার।


তবু কাল রাতে হয়েছিল রেষারেষি,
মান অভিমান কথা কাটাকাটি, দু'জনার হাতাহাতি
রোজ হয়
ত্যক্ত বিরক্ত নিকট স্বজন, পাড়া আর প্রতিবেশী।


পূর্বরাগের এলোমেলো সব চলা
এক আকাশের চন্দ্র সূর্য হয়ে, ওরা দ্যাখে পরস্পরে
মিলন কী হয় একে অপরের দেহে ?


জীবন?
জীবনের কাছে যতই বিবাদ সহবাস তত কাছে
আকাশের চাঁদ আকাশেই থাকে সূর্য অনেক দূরে।


গৃহের মাঝের ঝগড়াবিবাদ বারান্দাতেই ঝোলে
প্রতিবেশী জ্বলে মরে।
_________________________
টুঙ্গিপাড়া,০১/০৯/২০২১