পাশের নদী শুকিয়েছে ভীষণ খরায়
স্বপ্ন নিয়ে জেগে ওঠে মেঘবালুচর
বিষণ্ণ নারীর মতো নদীরও কান্না জলের তৃষ্ণায়
নদী তাই খুঁজে ফেরে জলবতী মেঘের আশ্বাস!


চন্দ্রস্নাত রাত তার হারায়েছে শৈশবের রোদ
কুয়াশায় ভেজা মাঠে,  
মাছরাঙা চোখ স্বপ্ন মেটায়
সোনাঝরা সকালের কিছুমাত্র অপেক্ষায়।


এখন কী দিয়ে করি চাষ !  কী আমার রোপা ভবিষ্যৎ!
বিষণ্ণ নারীর মতো নদীও লুকিয়েছে তার শুভ্র প্রেম।


হে নদী, বহাও স্রোত বুকের ভেতর
জমি কর্ষণে জল দাও, ভালোবাসো ফুল হও
আরেকবার জেগে উঠি জাগবার মতো।
≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠
টুঙ্গিপাড়া,