আমার এখন প্রেমের সময়
দুঃখের সময়
এখন আমি রোজ মেসে যাই একবেলা খাই
আর দুবেলা উপোষ কাটাই
সজল চোখে ভাবখানা দেই আমার মত প্রেমিকটি নেই
মাঘের ঘাটে পানসি ভিড়াই চৈতি রোদের উষ্ণতা পাই
আমি এখন কাব্য লিখি সুরটি লাগাই
আমি নাকি পাড়ার মেয়ের মনটি ভাগাই
আমার এখন প্রেমের সময় দারুণ সময়।


বাড়ি ওয়ালী কুসুম চাচী তাকে দেখে ঠিকই পালাই
আমি নাকি তারই ঘরে রাত বিরাতে আগুন জ্বালাই
কুসুম চাচী চায় ভাড়া চায় ঘরের ভাড়া
পয়সা ছাড়া রোজ তাড়া খাই ভীষন তাড়া
আর, তারই ঘরে বাস করে যায় একটি মেয়ে
সকাল থেকেই আকাশ পানে থাকলো চেয়ে
ভাবছে কী সে?  কী তার স্বপন
কোন ফাগুনে প্রেমের চারা করছে রোপণ
আহ্লাদী সুখ একবার এসে যায় সে চলে
একাদশীর চাঁদের মতন মনের ভেতর জোছনা দোলে


আহা! সেই মেয়েটি
যদিও সে দেখতে ভালো ভীষন কালো
তার জন্যেই আঁধার রাতে কলম খাতায় জ্বলছে আলো
না পাই যদি তারই দেখা মিলিয়ে যাবে আলোর রেখা
তাই তো দিবস কাটছে এখন শনৈ শনৈ
তাহার এখন দারুণ সময় কাব্য শুনে।


★★★★★★★★★★★★★★★★★★★★★
সোনাডাঙ্গা, খুলনা।
১৯৯৫ সালের একটি অসমাপ্ত লেখা। আজো সমান টানে