বেদনার ছবি আঁকতে পারতুম বলে বাড়ির সামনে বকুল তলে বসে রোজ সন্ধ্যার রাঙা আকাশটা এঁকে যেতাম একমনে
ছায়ার মতন কেউ একজন আমার পাশ দিয়ে কয়েকবার ঘুরে যেত
তাকিয়ে দেখতাম পাশে রাখা জলের বোতল
কখনো একটি দোয়েল
আবার কখনো কেউ নয়, কেবল রাঙা আকাশ আর আকাশের বুকে সতেজ পায়ের ছাপ, ছোপ ছোপ কান্নার দাগ.........


তারপর সেই চিরচেনা বিকেল গড়িয়ে সন্ধ্যা, রাঙা আকাশ, বকুলের তল, দোয়েলের শিষ, অচেনা বন্দরের সুস্মিত হাসি, ছোপ ছোপ কান্নার দাগ ছেড়ে বের হতে হয়েছিল একদিন
মিলিয়ে যেতে জীবনের সচল বাঁকে
সেই হতে টানছি পৃথিবী আমার.....


তবে কিনা এখন আর আমাকে টানে না উতল ফাগুন
রোদ চমকিত নিরালা দুপুর
ঘুরে গেলো কিনা বিষণ্ণ চারপাশ রেখে যাওয়া জলের বোতল


জীবনের বিকেল বড্ড টানাপোড়েনে এসে
সন্ধ্যা আরতির অপেক্ষায় অপেক্ষমাণ।


কেউ কী আর আশেপাশে ঘোরে অনুক্ষণ?
চোখ তাই নিমজ্জমান...