আকাশে মেঘ দেখলেই করুণা হয়
এ মেঘ হয়তো কারো দীর্ঘশ্বাস, কারো কষ্ট,
কারো ঝাপসা চোখ
অথচ মেঘ দেখলেই প্রেমিক হতে ইচ্ছে করে
বৃষ্টি নামলেই প্রেমিকার কথা মনে পড়ে
ফুল ফুটলেই যেমন ভ্রমরের আনাগোনা, সন্ধ্যে হলেই যেমন জোনাকির দীপ জ্বলা, ভোর হলেই যেমন পাখিদের গেয়ে চলা
মেঘ হলেই অন্তরে শব্দ উপমায় কবিতার চলে আসা।


বৃষ্টির অক্ষরে এই জীর্ণ পৃথিবীতে
একদিন এঁকেছিলাম সবুজের আগমনী গান
মনভূমে রোপন করে দিয়েছিলাম
প্রেমময় বৃক্ষের চারা
একদিন আকাশের উদারতা নিয়ে পেতেছিলাম জোছনার সতেজ বিছানা
অথচ পরাগ মাখা পাপড়ির ওপর
মলিন কুয়াশা আনলো টেনে গভীর অন্ধকার


সেই হতে পড়লো না আলো, জল আর স্নিগ্ধ বাতাস
মন পাখি উঠলো না গেয়ে স্বপ্নের ইথারে
প্রকাশের অপেক্ষারা ধীরে-- ধীরে--- ধীরে---
বাড়াচ্ছে হাত অমোঘ মৃত্যুর দিকে ---
তবুও মেঘ দেখলে করুণা হয়
প্রেমিক হতে ইচ্ছে করে।