মাঝে মাঝে ডুব দেই প্রকৃতির তল
সেখানেই খুঁজে চলি অমৃত আঁচল
আহা! জল স্থল গিরি ভূতল আকাশ
জন্ম মৃত্যু যুূদ্ধ জ্বরা প্রাণের নিঃশ্বাস
নিয়ে আছি, ছিলো তারা পূর্বাপর দিনে
এমনি চলবে জানি, কালের যাপনে
যে ছিলো মানুষ বেশে, অন্য কিছু নয়
ফিরবে বিচার দিনে জানো তো নিশ্চয়।


কেউ বলে ঘাস হবো, হাঁস নদীতীরে
কেউ তো শালিক পেঁচা ঘন বন ঘিরে
আবেগে ভাসানো মন দাম নেই যার
আসেনি কখনো কেউ আসবে না আর
এমন অমোঘ রীতি এইতো প্রকৃতি
এখানেই শুরু তার এখানেই ইতি।
★★★★★★★★★★★★★★★★