পিতার হেঁটে যাওয়া পথে আমিও হাঁটি ক্রমাগত
আমার হাঁটার কথা ছিল কি
কেন সেই চেনা সুরে গান হবে
কেন একই ছন্দ বাক্যে কবিতা হবে
বক্তব্য পরিষ্কার ; একটু ভিন্ন হলে দোষ কি?


এখনো তো জাপানে সূর্য ওঠে আগে
এখনো মেরু গলে সাগরে স্রোত বয়
এখনো ধরণী ঘোরে অযুত সময়ের মত
ধ্রুব তারা ঠায় দাঁড়িয়ে উত্তর দিগন্তে।


এখনো শোক তাপ জ্বরা জন্ম কিলবিল করে
এখনো আনন্দ হলাহলে আছে
এখনো প্রেমের পাগল ফাঁসির দড়ি হাতে।


অদ্ভুত হতে যেও না। পৃথিবী ক্রমশ বিবর্ণ হয়
বিবর্ণ  হতে হতেই
কোন এক জ্বরা মরা যুদ্ধ আসে
ফিরে কিন্তু পায় অনন্ত যৌবন তার
তোমার আর আমার বেলায় কেন তা হবে না??
___________________________