যদি নাইবা থাকে হৃদস্পন্দন,
পড়ে থাকে অবিশ্বাসী পৃথিবীতে প্রাণহীন শূন্য দেহ
তাহলে কী বেঁচে থাকা যায়, প্রত্যাহৃত প্রেম
আর শূন্যতা নিয়ে?


চারদিকে ক্রমাগত বাড়ছে অবিশ্বাস
সৃষ্টি আর সভ্যতার ক্রমশ উজান
মানুষ আর জীবনের বাঁচবার তুমুল আকুতি
ফিরে ফিরে আসছে ইদানিং
মানুষ তবু মারতে উদ্ধত মানুষ, পোড়াতে সভ্যতা।


স্মৃতির সৈকত জুড়ে শ্মশানের নীরবতা
দৃষ্টির কাছে ক্ষতবিক্ষত লাশ আর বিদ্রূপের
সকরুণ আল্পনা
যদিও দুষ্টুরা স্বপ্ন দ্যাখে একাকী বাঁচার
প্রশ্নটা সবচেয়ে বড়
স্রষ্টা কী দিয়েছে কখনো এমনতর অধিকার?