কেন তুমি তাকিয়ে আছো?  কি তোমার দুঃখ শোক
কিসের সন্তাপে পুড়িয়ে চলেছ নিরবধি
আজন্মের বয়ে চলা মন?


ওই তো স্মৃতির মিনার! কষ্টের পৃথিবীর পর
রক্তের চিহ্ন এঁকে ঠাঁয় দাঁড়িয়ে।


এখানে এসে থেমে যায় পথ।
এখানে ভালোবাসার চিহ্ন ফেলে রাখা
এখানে স্বপ্নের সোনালী বাতাসে ভবিতব্যের ছবি আঁকা।


ওই তো  ওঁরা, সারি সারি স্তুপে স্তুপে, যাঁদের শেষ ঠিকানা করুণ বদ্ধভূমি,মাঠে ময়দান,
পাহাড় -জঙ্গল- জলে অথবা হায়েনা তাড়ানো
সঙ্গীন হাতে পরিখায়।
ওঁরা দাম দিয়ে গেলো জীবনের বিনিময়।


এখানে এসে এক হয়ে যায় সব
এখানে এখনো বোনা হয় একটি স্বদেশ মাটি
এখানে এখনো পরিচ্ছন্যে আছি
হায়েনার শয়তানি থাবা তুমুল বদমায়েশি।


আর বাড়িয়ো না ব্যথা
কেন এতো কান্না ঝরাও অবিরত?
দ্যাখোনা, দুঃখের সারি বিদায়ের সুরে আছে!
দ্যাখোনা, ভালোবাসাগুলি জড়াজড়ি করে
অ-বিলম্বের ইশারা করে।


কেন তুমি তাকিয়ে আছো?  কি তোমার দুঃখ শোক
কিসের সন্তাপে পুড়িয়ে চলেছ নিরবধি
আজন্মের বয়ে চলা মন?
******************************