মনবন্দী করে রাখতে চেয়েছ বলে
আঁখির নীচে কালো দাগ টেনে দিলে যদি
কালো মনে ফিরে যাও কেন পাশের বাড়ি?
ওখানে কী কালো কুৎসিত ভ্রমরের গান শোনা যায়?
ওখানে কী মাটির পুতুল জলের বাজনা বাজায়!


দুঃখের নদী সাঁতরেই পাড়ি  দিলে যদি
অসুখের বেচাকেনা করলে জীবনভর
হাসিভরা আলোজ্বলা বেদনাহীন সময় কি
আসবেনা কখনো আর ?


মেঘে মেঘে বাড়ালেও বেলা চাঁদ কি কখনো
ছড়াবে না হলদেটে রোদ
কুয়াশারা কখনো কি থামাবে না অযাচিত সময়ের স্রোত?


জানো ?
এলো বলে প্রতীক্ষার ধ্রুপদী অগুনতি ফসল
ওই তো পূবের আলো অন্তহীন সুখী জনকোলাহল।


এসো ফুল তুলি ওবেলার হাটে বেচি দামহীন দামে
ভালোবেসে চাঁদ সূ্র্যের দোলনায় দোল খাই
কুয়াশায় স্নান সেরে ফিরে চলি আপনার ধামে।
_________________________
টুঙ্গিপাড়া, ৩০-০৩-২০২০