রাত্রির গহীনে লুকোনো যত না অন্ধকার
তারও থেকে বেশী অন্ধকার
হ্যাঁ তারও থেকে ঘন অন্ধকারে ডুবতে ডুবতে আমি
কাটিয়ে দিলাম হাজার বছর।


বহু নির্জনে মিশরের মরুর নীচে শায়িত মমির মতো
পুরাকীর্তি ভাবতে ভাবতে আমাকে খুড়ে গেলে তুমি
খুঁজে নিতে চাইলে আমার ভেতরের আমি
শতরাখা ঐতিহ্যের ঝাঁপি, রুক্ষ বুকের মধ্যকার না বলা স্বপ্নের আগামী।


কেন একবার ভাবতে গেলে না  
বলো, জনমের পর জনম কি আসা যায়?
খুঁড়ে খুঁড়ে কবরের মমি হতে স্বপ্ন তুলে নিয়ে
তুমি ও কি নির্বাক ভাবতে পারো?
ভাবতে পারো তুমি কিংবা আমিহীন পৃথিবীর পর
কত যুগ পেরোবে অন্ধকার?


মানুষ তো তাকে বলে,
ভাবনার পূর্বাপরে সৃষ্টিকে মাতালো যারা
রেখে গেলো পৃথিবীর বুকে যারা চিহ্ন হিসেবের
ভেবে দেখা উচিত নয় কি একবার
আমিও হাঁটতে পেরেছি কিনা দুর্গম অন্ধকার পথ।
__________________________|