ছুটি নিয়েছিলাম নিজের থেকে
কেউ কেউ বলছে, আমি ফিরে এসেছি
অথচ নিজের থেকে ছুটি নেয়া মানুষ ফেরে না
ফিরতে পারেনা
স্বপ্নচারী ফুল, দ্যাখো, তবুও আমি ফিরে এসেছি
আমাকে রমণ শেখাও, ভাবতে শেখাও
আমি কিন্তু বেঁচে থেকে আমাকেই অবাক করে দেবো
নিজেকে জানিয়ে দেবো
বৃক্ষেরাও পৃথিবীর কান্না নিয়ে বেড়ে ওঠে
জন্ম নেয় পুনর্বার
শোনো হে জগদীশ্বর, আমার ভাগ্যদেবতা
আমি ভুলের পরাগ হতে আগত নই
আমি চন্দ্রবিন্দু হতে আগত ঐশ্বর্য,
এ আমার পুনর্বার ফেরা।