পূজোর থালায় গড়ি কাঙ্খিত  শ্রমের ফসল
=======================
--শরীফ এমদাদ হোসেন
তাং ১৬-০৮-২০২০


কমরেড! কী শুনছো, ভোরের গান?
এখনো হয়নি ভোর, দুঃখের ইঞ্চি ইঞ্চি জমি চাষ হয় বুকের ভেতর
বাগানের হলুদ পাখিটি এখনো ক্রন্দন করে যত্রতত্র
বুকের জমিনে খেদ জমে গেছে বহু পুরাতন
কেন আনলে না আবাহন কমরেড
কেন ভালোবাসবার ফুল ফোঁটালে না বাগানের !


একে একে কেটে গেছে বহুদিন
এখনো আসেনি বসন্ত, তাই বলে ফুরায়নি সময়
ফুরায়নি আয়োজন
জেগে ওঠো কমরেড স্বপ্নের ভোর আনো
দেখো গাছেরাও জড়িয়ে আছে
চারিদিকে না পাওয়ার শোক।


আমরা পেছাবো কেন?  জাগাবো আলোর রেখা
পিছল পথের কালো ঘুচিয়ে নামাবো রোদ্রের স্নান
এসো কমরেড পূজোর থালায় গড়ি কাঙ্খিত
শ্রমের ফসল, একটু নাচন দেই,
ভালোবেসে তিলোত্তমা  করে তুলি
স্বপ্নের সোনালী দুপুর।
*********************
টুঙ্গিপাড়া,