স্বজন বাতাস উড়িয়ে আসেনি ভোর
আসেনি মৌসুমি ফলের সুবাস
তবু বসে বসে ফসলের দূরত্ব মাপি রোজ
দুর্ভিক্ষ সরে গেছে দূরে- মানতেই পারিনা আর


গলিপথে আজও সোরগোল শুনে এলাম
ভোটের গন্ধ লেগে গেছে
বারুদ চোখে তাকাচ্ছে হাটবাজার
পুড়ছে হৃদয়
ধুকছে মাঝরাস্তার যাত্রী সকল


বেঁচে থাকবার সংগ্রামে
বন্দী অমল  আরোগ্য নিকেতনে
রাজার চিঠি এখনো আসেনি তার কাছে
মুক্তির চিঠি আসবে কি?